হোম > সারা দেশ > ঢাকা

নতুন রায়েরবাজার গড়বে শিশু পরিকল্পনাবিদেরা

আজকের পত্রিকা ডেস্ক­

চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা

নগর-পরিকল্পনায় শিশুদের মতামতের প্রতিফলন না থাকায় বাংলাদেশে শিশুবান্ধব নগর নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই শিশু ও যুববান্ধব রায়েরবাজার গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের ৮-১৮ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীরা তাদের আশপাশের পরিবেশের জন্য যে উন্নতি করতে চায়, তার কিছু রূপরেখা দিয়েছে ‘রায়েরবাজার টু গ্রো আপ ইন’।

ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) যৌথ উদ্যোগে যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইল্যুশনে চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা এসব তথ্য তুলে ধরেন।

ডব্লিউবিবি ট্রাস্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নকশা প্রদর্শনীতে শিশু এবং যুবকেরা রায়েরবাজার ঘিরে তাদের চিন্তাগুলো বিশিষ্ট অতিথিদের কাছে উপস্থাপন করে এবং কীভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন বা বিবেচনা করতে পারে। আয়োজনে কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব জিওগ্রাফি অ্যান্ড প্ল্যানিংয়ের প্রজেক্ট লিড ড. মাতলুবা খান সঞ্চালনা করেন।

চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা

এতে বক্তব্য দেন হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সিনিয়র অ্যাডভাইজার দেবরা ইফরইমসন, যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির ড. টম স্মিথ, ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ডক্টর মো. রাশেদ ভূঁইয়া, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুননেসা, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির, লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শিশির মণ্ডল, কচিকণ্ঠ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল