হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রী খাদিজাকে এক মামলায় অব্যাহতি, অন্যটির শুনানি ২৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।

দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।

উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন