হোম > সারা দেশ > ঢাকা

৭ মাস পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 

মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।

আজ শনিবার র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দীর্ঘ সাত মাস পর র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। আমরা তাঁকে ওই থানায় পাঠিয়ে দেব। সেখানে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হবে এবং পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন।

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

সন্তানের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’: সাভার থেকে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জবির ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে স্মারকলিপি

টঙ্গীতে জুতার গুদামে আগুন

খেয়াঘাট ইজারা নিতে ইউপি সচিবকে জিম্মি করে সই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা