হোম > সারা দেশ > ঢাকা

জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরু থেকে কয়েক দিনের হতাশা কাটিয়ে জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট। সকাল থেকে ক্রেতারা আসছেন পছন্দের গবাদিপশু কিনতে। তবে বাজারে পশুর দাম অনেক বেশি, দাবি ক্রেতাদের।

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ১৪টি গরু নিয়ে এসেছেন রানা মিয়া। তিনি বলেন, গতকাল রাত থেকে কাস্টমার আসতাছে। আমার ১৪টার মধ্যে কয়েকটি গরু বিক্রি হয়েছে। বাকিগুলো আশা করছি আজকের মধ্যে বিক্রি করতে পারব। বাজারে এসেছি তিন দিন আগে। শুরুতে কাস্টমার ছিল না। 

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থেকে হাসিব রানা এসেছেন ছেলে ও তাঁর ভাতিজাদের নিয়ে। ১ লাখ ৪৫ হাজার টাকায় কিনেছেন একটি গরু। হাসিল ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, প্রতিবছর গাবতলী থেকে গরু কিনি। এবার সবকিছুর দাম বেশি। তবে খামারের চেয়ে বাজারে ভালো দামে গরু কেনা যায় ৷ সে জন্য এখানে আসা। বেশ কয়েকটা গরু দেখে সর্বশেষ ১ লাখ ৪৫ হাজার দিয়ে একটি কিনেছি। 

এদিকে গাবতলী হাটের হাসিল ঘর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে বিক্রি বেড়েছে। গতকাল রাত ১০টা থেকে আজ সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি গরু বিক্রি হয়েছে। ১০ নম্বর হাসিল ঘরের কর্মী মো. হাসান জানান, গতকাল রাত থেকে বিক্রি কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সকাল থেকেও ক্রেতারা আসছেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা