গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সোহেল মোল্যা (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরতলির লতিফপুর ইউনিয়নের মানিকদাহ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভোররাতের দিকে রিকশা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা সোহেলকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল মোল্যা মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের ময়েন মোল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, গতকাল শনিবার আসরের নামাজের পর মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে বের হন সোহেল। তিনি প্রতিদিন রাতেই গোপালগঞ্জ শহরে রিকশা চালাতেন। আজ সকালে মানিকদাহের কাচারীপাড়া এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ওসি বলেন, ‘পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সোহেলের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ভোররাতের দিকে দুর্বৃত্তরা রিকশা ছিনতাই করতে গিয়ে সোহেলকে হত্যা করে বলে ধারণা করছি।’