হোম > সারা দেশ > ঢাকা

সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না: খালেকুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ শুক্রবার বিকেলে বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী আয়োজিত জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

বাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘উচ্চ নিত্যপণ্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। দেশের ২৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। বর্তমান সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে, এটি ইতিবাচক দিক। আমি সরকারকে আহ্বান জানাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সঙ্গে সঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। না হলে দেশের অস্থিতিশীলতা বাড়তেই থাকবে।’

আজ শুক্রবার বিকেলে বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। এদিন জনসভার আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

খালেকুজ্জামান আরও বলেন, ‘২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে দুই হাজারের বেশি আত্মদানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা দেখি একদল সাম্প্রদায়িক দুর্বৃত্ত মাজার মন্দির আক্রমণ, পত্রিকা অফিসে হামলা-ভাঙচুর, মব লিঞ্চিং ঘটাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর, শিক্ষার্থীদের সংঘর্ষ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বর্তমান সরকার।’

জনসভায় বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সাবেক নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন