গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ (৫৫) উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল শনিবার স্থানীয়রা ওই অজ্ঞাত ব্যক্তিকে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘গতকাল শনিবার দুপুর পৌনে দুইটার দিকে ওই ব্যক্তি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের কেওয়া বাজারের পশ্চিম পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা বৃদ্ধ আজ দুপুরে মারা যায়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।