হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার রাজশাহীর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও রাজশাহী সদরের সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ এই নোটিশটি দেন।

এ-সংক্রান্ত নোটিশে বলা হয়, ‘বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে আপনি গত ২ ডিসেম্বর শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে “কুলাঙ্গার” বলে অপবাদসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।

‘আপনি ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। আপনার এই আচরণের মাধ্যমে আপনি আচরণ বিধিমালা লঙ্ঘণ করেছেন। যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।’

নোটিশে আরও বলা হয়, ‘আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে মর্মে আগামী রোববার ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় নির্বাচনী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরাকেও শোকজ করেছেন সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।

ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নির্বাচনী অনুসন্ধান কমিটি ৮৩ জনকে শোকজ করার তালিকা করেছে ইসি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য