Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অন্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অন্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নানা মাধ্যমে সংশয় ছাড়ানো হয়েছিল। কিন্তু ১৭ লাখ মানুষ এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর সঙ্কট কাটাতে শুধু ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সচিবালয় ক্লিনিকে আজ বুধবার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন

বাংলাদেশ করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

৮ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু মার্চের শুরুর দিকে ভারত টিকা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিলে দেশে টিকার পর্যাপ্ত মজুত নিয়ে সংশয় তৈরি হয়।

পরে ৫ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে এবং বাংলাদেশের কাছে সেই পরিমাণ টিকাও রয়েছে।

এর মধ্যে টিকার বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে সরকার। চীন ও রাশিয়া থেকে টিকা আমদানির কথা ভাবা হচ্ছে।

ইউরোপে এখন করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে দ্বিতীয় ঢেউ চলছে। ভারতে মঙ্গলবার তিন লাখ মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ভারতের লোকসংখ্যা আমাদের চেয়ে আটগুণ। সেই হিসেবে আমাদের দেশে এখনো করোনা শনাক্তের হার অন্য দেশের তুলনায় অনেক কম।

অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে কোভিড রোগী কম হলেও তাতে স্বস্তির কিছু দেখছেন না তথ্যমন্ত্রী। তিনি বলেন, আক্রান্তের সংখ্যা অন্য দেশের থেকে কম হলেও আমরা স্বস্তি প্রকাশ করছি না। পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার আন্তরকিভাবে কাজ করছে।

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন