টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে ভোট গ্রহণের শেষ সময়ে জাল ভোট দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের হাতে ধরা পড়েন তিনি।
খায়রুল ইসলাম গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের শেষ সময়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পাঁচটি ব্যালটে সিল দেন। পরে তিনি ওই ব্যালট বাক্সে ফেলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস দেখে ফেলেন।
এ সময় তিনি খায়রুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেন।
গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।