সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল।
নিহত মো. আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাচালক আলাউদ্দিন গতকাল শুক্রবার এশার নামাজের পর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহত আলাউদ্দিনের বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে ব্যাটারিচালিত মিশুক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। আজ শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। আমার ভাইয়ের কোনো শত্রু নাই। মনে হচ্ছে, ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। দ্রুত আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।