Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি, পিষে দিয়ে গেছে গাড়ি

ঢামেক প্রতিবেদক

বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি, পিষে দিয়ে গেছে গাড়ি

যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। 

লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে