হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন বাড়াল নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের নিয়ে বৈঠক করে বেতন বাড়ানো হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, আজ নগর ভবনে মাসিক সভা চলছিল। এতে যোগ দিতে আসা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরোধের কারণে আটকা পড়েন। পরে স্থানীয় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মধ্যস্থতায় পরিচ্ছন্নতাকর্মীরা কর্মকর্তাদের গাড়ি ছেড়ে দেন। এরপর তাঁদের ১০ জন প্রতিনিধি সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। এতে কর্মীদের বেতন ২ হাজার ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

শঞ্জু নামে এক পরিচ্ছকর্মী বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পৃক্ত অনেকেরই বেতন বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের বেতন বাড়ানো হয় না। অথচ আমরা দিন-রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। আমরা আমাদের নায্য বেতন চাই।’

আন্দোলনে অংশ নেওয়া সোহেল লাল বলেন, ‘আমাদের প্রায় ১ হাজার ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সরকার থেকে আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও দেওয়া হয় ৯ হাজার টাকা করে। এ দিয়ে আমরা সংসার চালাতে পারি না।’

বৈঠক শেষে যুবদল নেতা মাজহারুল জানান, পরিচ্ছন্নতাকর্মীরা নতুন করে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য