হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য ‘ডেঞ্জার গ্যাংয়ের’, আটক ১৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে আটক ‘ডেঞ্জার গ্যাংয়ের’ সদস্যা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

আটক কিশোর, যুবকেরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও দুজনকে আটক করা হয়।

জানা গেছে, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।

এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ-পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাঁদের সহযোগিতা করেছি। আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে