হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে মেয়ের লাশ নিয়ে বাবার মানববন্ধন, জামাই গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে তানহা (২০) নামের এক গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাঁর বাবা, বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা। 

আজ সোমবার বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরিবারের দাবি, নির্যাতন ও শ্বাসরোধে তানহাকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা। 

এ ঘটনায় নিহতের স্বামী ফেরদৌস হাসান সোহানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যান তাঁর স্বামী ফেরদৌস হাসান। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েটাকে নির্যাতন করে মেরেছে। তাই আমি আমার মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। এটা সহ্য করার কথা না। আমার মেয়েকে ওর স্বামী মেরেছে। তার যেন ফাঁসি হয়।’ 

তানহা সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়া এলাকার মহিউদ্দিনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। 

নিহতের স্বজনেরা বলছেন, প্রায় দুই বছর আগে মিরকাদিম এনায়েত নগরের ফেরদৌস হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তানহার। তাঁদের মানহাব নামে ১ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সম্প্রতি বিভিন্ন সময় দাম্পত্য কলহের জেরে তানহাকে নির্যাতন করে আসছিলেন সোহান। রোববার রাতে তানহার স্বজনেরা জানতে পারেন, তানহা মারা গেছেন। 

পুলিশ বলছে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তানহা নামের ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁর স্বামী সোহান। এ সময় দায়িত্বরত চিকিৎসক রুহুল আমিন গৃহবধূকে মৃত ঘোষণা করলে সোহান তানহার পরিবারকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানানো হয়। পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সোহানকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসার উজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ফেরদৌস হাসানকে প্রথমে আটক করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে সোমবার সকালে মামলা করলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’ 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা