Ajker Patrika
হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রব্বানী রাব্বী (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।

চিকিৎসকের বরাতে রাব্বীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, গোলাম রব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

গোলাম রব্বানীর দুলাভাই আল-আমিন ইসলাম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফাটুরবাজার গ্রামে। বর্তমানে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় গোলাম রব্বানী। ওই কারখানায় চার মাস ধরে কাজ করতেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন।

বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল ও ২৮ শতাংশ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন হাসপাতালে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তাঁরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীতে ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, এক পথচারী আহত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ে আজ ও আগামীকালের ক্লাস-পরীক্ষা স্থ‌গিত

পাকুন্দিয়ায় আগুনে পুড়ল চার দোকান

রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

সাভারে থেমে থাকা বাসে আগুন, ঘুম ভেঙে লাফ দিয়ে বাঁচলেন চালক

আশরাফুল হত্যার ভিন্ন কারণ বলল র‍্যাব-পুলিশ

গুলশানে মাদক বিক্রির টাকা লেনদেন দ্বন্দ্বে যুবককে হত্যা, মাদারীপুর থেকে আসামি গ্রেপ্তার