হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল পৌর এলাকায় একাধিক বিস্ফোরণ, আজ আ.লীগের দুই পক্ষের সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। 

এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়। 

শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে। 

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩