Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিধবা শাশুড়ির বসতঘর আগুনে পুড়িয়ে দিল সাবেক জামাই

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

বিধবা শাশুড়ির বসতঘর আগুনে পুড়িয়ে দিল সাবেক জামাই

বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে ব্যর্থ হন মেয়ের জামাই। শাশুড়িকে মেরে ফেলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই আগুনে পুড়ে বিধবার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আগুন পুড়ে ছাই হয়ে যায় বিধবার ঘরের ভেতর থাকা সকল আসবাবপত্র, টাকা-পয়সাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। হুমকি পাওয়ার পর পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শাশুড়ি মোছা. খোরশেদা বেগম (৬৫। ফলে প্রাণে বেঁচে যান নাতীসহ বিধবা ওই নারী। 

গতকাল সোমবার উপজেলার সনমানিয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। 

বিধবা খোরশেদার মেয়ে রহিমা জানান, তাঁদের চার বোনেরই বিয়ে হয়েছে। তাঁদের কোনো ভাই নেই। প্রায় ৯ বছর পূর্বে পারিবারিকভাবে তাঁর ছোট বোন সুরভী আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও ভিটিপাড়া এলাকার রাজমিস্ত্রি রাশেদ খানের (৩০) সঙ্গে। বিয়ের পর রাশেদ-সুরভী দম্পতির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সুরভীর স্বামী রাশেদ মাদকাসক্ত হওয়ায় প্রায়ই সংসারে অশান্তি ও ঝগড়া বিবাদ লেগে থাকত। স্বামীর অত্যাচারের মাত্রা বেশি হওয়ায় প্রায় দুই বছর আগে কন্যা মারিয়াকে স্বামীর কাছে রেখেই বাপের বাড়ি চলে আসে সুরভী। দীর্ঘ সময় পার হলেও কোনো পরিবর্তন না হওয়ায় একপর্যায়ে সুরভী স্বামীকে ডিভোর্স দেন। পরে সুরভী গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় চাকরি নেন এবং অন্যত্র বিয়ে করেন। 

অপরদিকে সাবেক স্বামী রাশেদও অন্যত্র বিয়ে করেন। সৎ মায়ের ঘরে নিজের মেয়ের নিরাপত্তার কথা ভেবে সুরভী গেল কোরবানির ঈদে মেয়েকে নিজের কাছে আনেন। এরপর সুরভী তাঁর মায়ের কাছে রেখে চাকরিতে যান। এরপর রাশেদের হুমকিতে একপর্যায়ে সুরভি মেয়েকে নিজের কাছে নিয়ে যান। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয় রাশেদের। এরপর তিনি পুনরায় সুরভীকে ফিরিয়ে নিতে মরিয়া হয়ে ওঠেন।

রহিমা আরও জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে রাশেদ সুরভীকে ফোন দিয়ে বলেন, `তোদের বাড়িতে যাচ্ছি আর আগুন লাগিয়ে দিয়ে সবকিছু ছারখার করে দিবো।' সুরভি তখনই তাঁর মাকে বিষয়টি জানালে বৃদ্ধা মা পার্শ্ববর্তী মোশারফদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। রাত ১টার দিকে রাশেদ সুরভীকে ফোন করে বলেন, `মাত্র তোদের বাড়িতে আগুন লাগিয়েছি, প্রয়োজনে তোদের সবাইকে খুন করব।' এ সময় সুরভী ফোনে বিষয়টি তাঁর মাকে জানালে তাঁর মা ও প্রতিবেশীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দেখেন বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। 

এ বিষয়ে সনমানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রতিবেশী চুনি লাল দাশ জানান, পূর্বের ঘটনা ও মোবাইল ফোনে দেওয়া হুমকিতে সুরভীর সাবেক স্বামী রশেদই এ ঘটনা ঘটিয়েছেন বলে মনে হচ্ছে। অভিভাবকহীন এ পরিবারটির সবকিছুই শেষ করে দেওয়ায় বিধবা খোরশেদা এখন আশ্রয়হীন হয়ে পড়লেন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন মাস্টার জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়টি আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। 

খবর পেয়ে সকালে আড়াল তদন্ত কেন্দ্রের এস আই ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পরিবারের লোকজন এবং এলাকাবাসী অভিযোগ করেছে ঘটনাটি বিধবার মেয়ের জামাই রাশেদই ঘটিয়েছেন। 

এ বিষয়ে আড়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. অহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো ওই পরিবার থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি