হোম > সারা দেশ > ঢাকা

ইউএসএআইডি আয়োজিত ‘চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার আবেদনগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিভিন্ন মানবিক সংকট নিরসনে উদ্ভাবক, উদ্যোক্তা ও বিভিন্ন মানবিক সংস্থাকে নিয়ে ইউএসএআইডি (USAID) একটি নতুন চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবিক সমস্যার উদ্ভাবনী, সময়োপযোগী ও স্থানীয় সমাধানগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে এই বিশেষ প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীদের আবেদনের জন্যে একটি পোর্টাল চালু করা হয়েছে। 

বাংলাদেশের মানবিক উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী সহায়তা কাঠামো তৈরি করে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে তাদের উদ্যোগ এবং উদ্ভাবনগুলোকে বাস্তবায়নে সাহায্য করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। উল্লেখ্য ‘এক্সেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স’ প্রকল্পের অংশ এটি, যা উদ্বোধন করা হয় গত ২০ জুন। প্রতিযোগিতাটির আয়োজনে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ, সহযোগিতায় থাকছে গ্লোবাল ইনকিউবেটর এবং পরামর্শদাতা সংস্থা স্প্রিং একটিভেটর। 

প্রকল্পটিতে তিন লাখ মার্কিন ডলার প্রতিযোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পরিচালনামূলক সহায়তা এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম গ্রহণের সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন দেশ-বিদেশে বিনিয়োগকারী সংস্থা, গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে তারা। 

এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে কিছু দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান তুলে ধরতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আগ্রহীকে আগামী ২০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিষয়ে আরও তথ্যের জন্য দেখুন

আবেদন জমা দিতে ক্লিক করুন। 

এক্সেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স (AI4 Resilience) সম্পর্কে আরও তথ্য এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ai4resilience_info@gkinitiative.org

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭