হোম > সারা দেশ > ঢাকা

গুলশান-বনানীর গাড়ির চাপে যানজট গড়িয়েছে হাতিরঝিলেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের কারণে নতুন সময়সূচিতে অফিস শুরুর প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসের নতুন সময় সকাল ৯টা থেকে ৪টা। তাই রাজধানীর যানজটের চিত্রেও বদল এসেছে।

আজ সোমবার অভিজাত ও করপোরেট এলাকাখ্যাত বনানী ও গুলশানে সকাল সাড়ে ৮টা থেকেই বাড়তে থাকে গাড়ির চাপ। হাতিরঝিল হয়ে এই রুটে সুবিধা নেওয়া যায় বিধায় গাড়ির পরিমাণ বাড়তে থাকে সময়ের সাথে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদনের সময়ও গুলশান, হাতিরঝিলের মহানগর ও রামপুরা অংশ, বনানী, মহাখালীতে গাড়ির চাপ বেশি। থেমে থেমে চলছে গাড়ি।

পাঠাও চালক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গুলশানে সকাল থেকেই যানজট বেশি। অন্য রাস্তায় গাড়ির চাপ সময় বাড়ার সাথে কমলেও এই এলাকায় কমেনি। 

বেলাল বলেন, গুলশানের যানজট সেই বনানী থেকে হাতিরঝিল ছাড়িয়ে গেছে। 

অন্যদিকে বিজয় সরণি থেকে ফার্মগেট ও কারওয়ান বাজার পর্যন্ত গাড়ির চাপ অন্য দিনের তুলনায় বেশি। তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত গাড়ির চাপ বেশি তবে উড়াল সেতু হয়ে চন্দ্রিমা উদ্যানের রাস্তায় যানজট কম। এই অংশে থেমে থেমে চলছে গাড়ি। 

এয়ারপোর্টগামী বলাকা বাসের যাত্রী সামিউল বলেন, মগবাজারে যানজট পাইনি। তবে সায়েদাবাদ থেকে আসার সময় থেমে থেমে গাড়ি চলছে। এখন মহাখালীর যানজটে আটকে আছি। 

এই অঞ্চলের নিয়মিত দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, রমজানে অফিসের প্রথম দিন হওয়ায় আজ গাড়ির চাপ সকাল থেকেই বেশি। অফিসের নতুন সময়ের কারণে একটা নির্দিষ্ট সময়ে গাড়ির চাপ বেশি হয়েছে। 

অন্যদিকে মগবাজার, বাংলামোটর এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত তীব্র যানজট থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। 

মগবাজার এলাকার ট্রাফিক সার্জেন্ট শেখ ইমরান আজকের পত্রিকাকে বলেন, নতুন সময়ে অফিস শুরু হওয়ায় সকালে এক ঘণ্টা গাড়ির চাপ বেশি ছিল। এখন অনেক কম। তবে দুপুরের পর আবার বাড়বে। তখন অফিস ছুটি হবে। 

সকাল থেকেই কারওয়ান বাজার থেকে মহাখালী রাস্তায় যানজটে আটকে ছিল যানবাহন। শাহবাগের দিকে গাড়ির চাপ অনেক কম ছিল। 

কারওয়ান বাজার এলাকায় ট্রাফিক সার্জেন্ট জুয়েল মৃধা বলেন, সকালে গাড়ির চাপ বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে কমে এসেছে। আবার দুপুরের পর বাড়বে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য