হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ছুরিকাঘাতে হাবিনুর নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে।  হাবিনুর মাচাইন গ্রামের টুলুর ছেলে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাহ নুর এ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বাস্তা ও নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।’ 

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই শত্রুতার জেরে আজ হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহত হাবিনুরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন