Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জিনের আছরের অজুহাতে গৃহবধূ নির্যাতন, থানায় মামলা

প্রতিনিধি, শরীয়তপুর

জিনের আছরের অজুহাতে গৃহবধূ নির্যাতন, থানায় মামলা

জিন আছর করেছে এমন অজুহাতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় শরীয়তপুরের সদর উপজেলার পালং মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নির্যাতনকারী দুলালকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা তোতা মিয়া এই মামলার বাদী। 

মামলার অপর আসামিরা হলেন- মফিজ গাজী, হেলেনা বেগম ও দীপা আকতার। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এদিকে হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী গৃহবধূ তামান্না আকতার।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,তামান্না নামের এক গৃহবধূকে তার স্বামী মারধর করছেন এমন অভিযোগ পাওয়ার পর ওই নারীকে ফোন করি। তাঁর বাবার বাড়ির লোকজনকে বলেছি লিখিত অভিযোগ দিতে। এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছ। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। 

উল্লেখ্য,  যৌতুক এবং স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তামান্নাকে নির্যাতনের অভিযোগ ওঠে তার স্বামী দুলাল গাজী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ওই রাতেই তামান্নাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। তামান্নার ওপর জিনের আছর রয়েছে দাবি করে স্বামী দুলাল ও তাঁর পরিবার।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি