ঢাকা: রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর প্রায় ১৮ ঘণ্টা ধরে ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এখনো ভবনের সামনের দুমড়ে মুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস সরিয়ে নেওয়া হচ্ছে। ভবন থেকে উড়ে আসা স্টিলের দরজা, জানালা ও ধসে পড়ে দেয়াল রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ডিএমপির রমনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, রোববার সন্ধ্যা ৭টার পরপরই রাস্তা বন্ধ হয়ে যায়। সোমবার সকালের বিপরীত পাশের রাস্তা খুলে দেওয়া হয়। মৌচাক থেকে মগবাজারের রাস্তা দ্রুতই খুলে দেওয়ার চেষ্টা চলছে। রাস্তায় পরে থাকা সর্বশেষ বাস পৌনে একটার দিকে সরিয়ে ফেলা হয়। এখন রাস্তা পরে থাকা ইট, স্টিল ও কাচ সরিয়ে নেওয়ার কাজ চলছে। বেলা ২টার মধ্যে রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হবে।