নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিকুঞ্জের-২ এর সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে (সিডিসি) টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের নয় ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনই ক্ষয়ক্ষতিরে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।
জানা গেছে, সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে ১৪ তলা ভবনের ৯ তলায় আগুনের ঘটনা ঘটে।