শিশুরা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে একটি করে গাছের চারা উপহার পাবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, শিশুর যত্নের পাশাপাশি গাছের পরিচর্যা করলে গাছও বড় হয়ে উঠবে। এতে গাছের অক্সিজেন শিশু গ্রহণ করতে পারবে। আমাদের বাপ দাদারা গাছ লাগিয়েছিলেন বলেই আমরা নিশ্বাস নিতে পারছি। আমাদেরও দায়িত্ব হবে শিশুদের জীবন সুন্দর করার।
বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত সভায় ডিএনসিসির মেয়র এ ঘোষণা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
তথ্য না জানার কারণে অনেকে দালালের খপ্পরে পড়ছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে অনেকে জন্ম ও মৃত্যু সনদ নিচ্ছে। তবে শিশুর জন্মের প্রথম ৪৫ দিনে জন্ম নিবন্ধন নিতে কোন টাকা লাগবে না। এটা প্রচার করতে হবে। তাহলে সাধারণ মানুষকে আর দালালের খপ্পরে পড়তে হবে না। দালাল চক্র থেকে নিস্তার পেতে প্রচারের বিকল্প নেই।
ডিএনসিসির মেয়র আরও বলেন, জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যুর নিবন্ধন দেওয়ার নিয়ম ছিল না। আমরা আবেদন জানিয়েছি যাতে আমাদের ৫৪ জন কাউন্সিলর মাঠ পর্যায়ে জন্ম ও মৃত্যু সনদ দিতে পারে।