হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে শামীম হকের পক্ষে নির্বাচনী প্রচারে মাগুরার সাকিব 

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসনের আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারে অংশ নেন সাকিব আল হাসান। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাকিব আল হাসান মাগুরা থেকে প্রচারণায় অংশ নিতে ফরিদপুরে আসেন। শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কিছু সময় অবস্থান নেন। পরে দুপুরে তিনি নির্বাচনী ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাদ খোলা মাইক্রোবাসের বহর নিয়ে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি। 

সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

শহরের প্রধান প্রধান সড়ক, নিউমার্কেট, চকবাজার, জনতা ব্যাংকের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান সাকিব। এ সময় সড়কের পাশে নানা বয়সী মানুষ হাত নেড়ে সাকিবকে শুভেচ্ছা জানান। 

সাকিব আল হাসান বলেন, ‘গোটা বাংলাদেশ এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ, আমার ধারণা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (গতকাল) ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় আমি এসেছিলাম, আজ এসেছি শামিম ভাইয়ের নির্বাচনী প্রচারণায়। প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন তাতে এ জেলার মানুষ তার প্রতিদান ভোটের মাধ্যমেই দেবেন।’ 

সাকিব আল হাসান আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভোটাররা তার প্রতিদান দেবেন। আমি আশা করছি ফরিদপুরের চারটি আসনেই বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে।’ 

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর আসনে নৌকার প্রার্থী শামীম হক। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

রাজধানীর পল্লবীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

ওসমান পরিবারের নামে জালিয়াতিতে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ রোহিঙ্গা ১০ দিনের রিমান্ডে

শরীয়তপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন