হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল কলেজে আবারও ভুয়া চিকিৎসক আটক

ঢামেক প্রতিনিধি, ঢাকা 

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫: ৫০
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে আনসার সদস্যের কাছে সোপর্দ করেন।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তাঁর বাসা কেরানীগঞ্জে। তিনি বলেন, ‘এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই। এরপর থেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলাম ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সঙ্গে ছিল। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে আমাদের কাছেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়েছে। কিন্তু আজ জানলাম সে ডাক্তার নয়।’

আরমান আরও বলেন, ‘আজ সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে। সঙ্গে ছিলেন ডালিয়া। আমার ডাক্তার (সালমা আমান) চিকিৎসার বিষয়ে একটি ইংরেজি কথা বললে, জবাবে ডালিয়া ভুল বলেন। তখন তাঁকে ভুয়া ডাক্তার বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।’

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘অ্যাপ্রোন পরা ও গলায় স্টেথেস্কোপসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে সে ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে, সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করবে।’

এর আগে, গত ১৭ নভেম্বর হাসপাতালের নাক কান গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২২) নামে এক তরুণীকে আটক করা হয়েছিল।

সাবেক মন্ত্রীর ছত্রচ্ছায়ায় ত্রাস, এখন যুবদল নেতা

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

খিলগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

স্বর্ণালংকার-অর্থ উদ্ধারের পর ফেরত না দিয়ে বাদীকে মামলায় ফাঁসানোর হুমকি ওসির

সেকশন