গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এবং অন্যজন পথচারীকে রক্ষা করতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান।
জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী মারা যান। অপরদিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. রাশেদ ইকবাল (৩০)। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরিকান্দি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
অপরজনের নাম আবু বক্কর ছিদ্দিক (৩৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে রাশেদ ইকবাল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এক পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।