গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মহাসড়কে নাশকতার অভিযোগে বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুমন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার জাবেদ আহমেদ সুমন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি তিনি। তাকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।’