হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কর্মী সম্মেলনের কথা বলে চাঁদা দাবি, ছাত্রদল নেতার জিডি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে মডেল থানায় ছাত্রদল নেতার জিডি। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে সংগঠনের কর্মী সম্মেলনের কথা বলে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের নাম করে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আমার রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।’

অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হকের কাছে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ‘রোববার বিকেলে আমি একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল পাই। অপর প্রান্ত থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিনের পরিচয় দেওয়া হয়। আমাকে বলা হয়, ছাত্রদলের কর্মী সম্মেলন হচ্ছে। ছেলেপেলেদের পানির খরচ দেওয়ার জন্য। এক হাজার বোতল পানি দিতে বলা হয়। আমি তখন আন্দাজ করি, বিষয়টি যে কেউ নেভিনের নাম ভাঙিয়ে পানির খরচ চাচ্ছেন। পরে বিষয়টা নেভিনকে জানাই। তিনি জানান, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছেও একইভাবে কর্মী সম্মেলনের কথা বলে পানির খরচ চেয়েছে একটি চক্র।’

ফেরদৌস আহমেদ নেভিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করেছি। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করি। পুলিশ জানিয়েছে, ওই মোবাইল ফোনটির অবস্থান লালমনিরহাট দেখাচ্ছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে