হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরদের টানা পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছেন পুরান ঢাকার মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘এটা একটি প্লাস্টিক কারখানা ছিল। ছোট ছোট প্লাস্টিকের দানা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কারখানা বন্ধ থাকায় কোন মানুষজন ছিল না। তাই সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া ওই কারখানার আশেপাশের বাসার মানুষজনেরও কোন ক্ষতি হয়নি। তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানানো।’

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে আগুন মাহুতটুলীর একটি চার তলা ভবনের নিচতলার একটি পলিথিন কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। 

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। 

এর আগে সন্ধ্যায় রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন লাগে। ১৬ তলা ভবনের ৭ তলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা