হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ঘুমন্ত স্ত্রী মাহামুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদী হয়ে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন। 

এ মামলার এজাহারে তার মেয়ের স্বামী একটি বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামিসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। এতে আরও হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেন। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে নিহতের পরিবার। 

মামলার বাদী নিহতের বাবা আনোয়ার কাজী বলেন, আমার মেয়েকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পাঁয়তারা করা হচ্ছে। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। 

এজাহার নামীয় আসামিরা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুল ইসলাম, তার মামা একই এলাকার বাসিন্দা শাহালম শেখ, তার মামি রুনা বেগম, রাজৈরের বদরপাশা ইউনিয়নের কাজীকাঠাল গ্রামের রবিউল চৌকিদার ও রোমান কাজী।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে বাদীকে প্রাণনাশের হুমকির বিষয় আমরা কোনো অভিযোগ পাই নাই।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য