Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে বেলা সাড়ে ১২টায় ছেড়ে যায়। রেলওয়ে স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় দুপুর ১২টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা পর কোনো রকমে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ট্রেনের চালকসহ সংশ্লিষ্টরা আড়াই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেননি। বিকল্প ইঞ্জিন এলে মহুয়া কমিউটার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এ দিকে ময়মনসিংহ ও মোহনগঞ্জগামী অসংখ্য ট্রেনযাত্রী ভোগান্তির শিকার হন।

যাত্রীরা অনেকেই সড়ক পথে ও অগ্নিবীণা এক্সপ্রেসে করে গন্তব্যে রওনা হয়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোস্তফা কামাল বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হবে না।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত