হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হারিয়ে যাচ্ছে মুখে মাইকিং পেশা

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সময় বদলেছে–বদলে গেছে অনেক কিছুর ধরন। সেই সঙ্গে এসেছে আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিকতার ছোঁয়াতে বিলুপ্ত হয়েছে অনেক পেশা। তার মধ্যে একটি হলো মুখে মাইকিং পেশা। 

একটা সময় নির্বাচনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বেশ চাহিদা ছিল মুখে মাইকিং পেশার। সারা বছরই দেখা যেত, কোনো না কোনো প্রতিষ্ঠানের মাইকিং, কেউ হারিয়ে গেলে মুখে মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানানো হতো। দিন দিন আধুনিকতার ছোঁয়াতে এখন আর কেউ মুখে মাইকিং করাতে চায় না। 

সবাই এখন প্রচার-প্রচারণায় ব্যবহার করছে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও অটো রেকর্ড সিস্টেম। যাতে করে মুখে কিছু বলতে হয় না, যে কোনো কিছু রেকর্ড করে ছেড়ে দিলে চলতে থাকে। একবার রেকর্ড করলে চালানো যায় বছরের পর বছর। 

এসব আধুনিকতার ছোঁয়ার জন্য বিলুপ্ত মাইকিং পেশার সঙ্গে জড়িতরা এখন প্রায় নিরুপায়। কাজ না পেয়ে অনেকটা অভাব–অনটনে কাটছে তাদের জীবন। কেউ কেউ আবার এই মাইকিং পেশা ছেড়ে জড়িত হয়েছেন অন্য এক পেশায়। 

বিল্লাল হোসেন। তার পেশা মুখে মাইকিং করা। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাতে থাকেন। ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪৪ বছর ধরে তিনি মুখে মাইকিং করেছেন।  

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পেশায় সবচেয়ে আকর্ষণ ছিল, বিভিন্ন নির্বাচন। একটা সময় নির্বাচন আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসত, প্রায় ১০ থেকে ১৫ দিন করে বুকিং করতেন একেক জন প্রার্থী। নির্বাচনী প্রচার-প্রচারণায় মিছিল-মিটিং থাকলে আমাদের চাহিদা থাকত অনেক।’ 

বিল্লাল হোসেন বলেন, ‘কিন্তু এখন সময়ের পরিবর্তনে আজকে কয়েক বছর ধরে এখন আর কেউ ডাকে না। আগে যেমন সবাই মুখে বলত এখন আর ওইরকম হয় না। সবাই এখন সাউন্ড বক্স বাজায়। বিভিন্ন গান সেট করে নিয়ে আসে, তাদের নামে ওই গুলো বাজাইতে থাকে সারা দিন। ফলে আমাদের মুখে মাইকিংটা কমে গেছে। তাই এখন মাঝে মাঝে স্কুল-কলেজ বা ওয়াজ মাহফিলের কিছু কাজ থাকলে করি।’ 

তিনি আরও বলেন, ‘আগের তুলনায় কাজ অনেক কমেছে। তাই পরিবার–পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয়। একটা জাতীয় নির্বাচন অথচ এখন পর্যন্ত একটা কাজ পাই নাই। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের ভবিষ্যৎ একে বারেই নাই বললে চলে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭