হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ১৫ জুন ৩ ইউপিতে নির্বাচন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতেও ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়নি। ইভিএম পদ্ধতিতে এই উপজেলায় প্রথমবারের মতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত। 

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার তিনটি ইউনিয়নেই ভোট হবে ইভিএমে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করেছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য