সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।
নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।