Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সুলতান’স ডাইনসহ ৬ রেস্তোরাঁকে রাজউকের জরিমানা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সুলতান’স ডাইনসহ ৬ রেস্তোরাঁকে রাজউকের জরিমানা 

নারায়ণগঞ্জ শহরের ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মনির টাওয়ার ও এমডি স্কয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। 

অভিযানে জরুরী বর্হিগমন পথ ব্যবহারে প্রতিবন্ধকতা থাকায় মনির টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনটিতে অবস্থিত দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাশ স্টেশন, ডাইনিং লাউঞ্জকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এমডি স্কয়ারে থাকা সুলতান ডাইনসকেও ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই ভবনগুলোতে অফিস স্থাপন করার কথা, তার বদলে এখানে রেস্তোরাঁ বসানো হয়েছে। ভবনে জরুরী বর্হিগমন পথ থাকলেও সেটা ব্যবহার করা হচ্ছে না এবং বর্হিগমন পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এই কারণে ছয়টি রেস্তোরাঁ ও একটি ভবনের মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করে রাজউকঅভিযানে ছিলেন নারায়ণগঞ্জ রাজউক (জোন 8) এর অথোরাইজ অফিসার ইলিয়াস, ভবন পরিদর্শক শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, রুবেল, সারোয়ার হোসেন, তারিকুর রহমান প্রমুখ।

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু