হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জের তিন উপজেলা চার ঘণ্টা অন্ধকারে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে যাওয়ায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তাতে দীর্ঘ এই সময় অন্ধকারে ছিল জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ৭৮ হাজার গ্রাহক। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুদ্‌বিচ্ছিন্ন ছিল।

মিঠামইন পল্লী বিদ্যুৎ বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন-সংলগ্ন বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে গেলে তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তাতে ইটনা উপজেলা সদর, মৃগা, ধনপুর, রায়টুটি, জয়সিদ্ধি ও এলেংজুরি। মিঠামইন উপজেলা সদর, কাটখাল, ঘাগড়া, কেওয়ারজোড়, বৈরাটি ও ঢাকি। অষ্টগ্রাম উপজেলা সদর, পূর্ব অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, দেওঘর, কলমা, কাস্তুল, আদমপুর, খয়েরপুর-আব্দুল্লাপুরসহ ১৯টি ইউনিয়নে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

মিঠামইন ও করিমগঞ্জ পবিসের প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রচেষ্টায় রাত ১১টায় তিন উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে অধিকাংশ ইউনিয়নেই চলছে লোডশেডিং।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন বিভাগীয় অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ মোহতাসীম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাইন থেকে একটি কেব্‌ল বেরিয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ত্রুটি সারাতে আমরা তাৎক্ষণিক কাজে নেমে পড়ি। রাত ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন