Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জের তিন উপজেলা চার ঘণ্টা অন্ধকারে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তিন উপজেলা চার ঘণ্টা অন্ধকারে

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে যাওয়ায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তাতে দীর্ঘ এই সময় অন্ধকারে ছিল জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ৭৮ হাজার গ্রাহক। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুদ্‌বিচ্ছিন্ন ছিল।

মিঠামইন পল্লী বিদ্যুৎ বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন-সংলগ্ন বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে গেলে তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তাতে ইটনা উপজেলা সদর, মৃগা, ধনপুর, রায়টুটি, জয়সিদ্ধি ও এলেংজুরি। মিঠামইন উপজেলা সদর, কাটখাল, ঘাগড়া, কেওয়ারজোড়, বৈরাটি ও ঢাকি। অষ্টগ্রাম উপজেলা সদর, পূর্ব অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, দেওঘর, কলমা, কাস্তুল, আদমপুর, খয়েরপুর-আব্দুল্লাপুরসহ ১৯টি ইউনিয়নে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

মিঠামইন ও করিমগঞ্জ পবিসের প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রচেষ্টায় রাত ১১টায় তিন উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে অধিকাংশ ইউনিয়নেই চলছে লোডশেডিং।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন বিভাগীয় অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ মোহতাসীম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাইন থেকে একটি কেব্‌ল বেরিয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ত্রুটি সারাতে আমরা তাৎক্ষণিক কাজে নেমে পড়ি। রাত ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

সমুদ্রে খাঁচায় কৃত্রিম খাদ্যে ভেটকি চাষ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন