Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগর-বনশ্রীতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফতাবনগর-বনশ্রীতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে মাঠে নেমেছেন স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর রামপুরার আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন তারা। 

এ সময় রামপুরা রবনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন প্রধান সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও বিক্ষোভে অংশ নিয়েছেন। এ ছাড়া, বনশ্রী বি-ব্লকের মেইন রোডেও বিক্ষোভ করেন শিক্ষার্থী-অভিভাবকেরা। এ সময় তারা রাস্তায় বিভিন্ন স্লোগান লেখেন, দেয়ালে গ্রাফিতি আঁকেন। 

সরেজমিনে দেখা যায়, আফতাবনগরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান করলেও ১১টা ৫০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেওয়া শুরু করেন। আন্দোলন চলাকালে আফতাবনগরের প্রধান গেটের মুখে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। 

রামপুরার বনশ্রীতে সি ব্লকের মেইন রোডের সামনে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা তাঁরা বলেন, আমরা ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘দফা এক, দাবি এক, স্বৈরচারের পদত্যাগ’। 

বনশ্রীতে সন্তানদের সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি মূলত তাঁর এবং বাংলাদেশের সব মায়ের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এই আন্দোলনে যোগ দিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার জন্য তাঁরা আসেননি। তাঁরা এসেছেন ন্যায়বিচারের দাবিতে। 

এ সময় সেই মাসহ উপস্থিত আরও কয়েকজন অভিভাবক সারা দেশের বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান, তারাও যেন ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন। এ সময় অধিকাংশ অভিভাবকই আন্দোলনে নিহত মুগ্ধের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের