কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি।
কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’
স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’
ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে।
এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’