হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আমিনুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আমিনুল ইসলামকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। আল শাহরিয়ার হোসেন (২৩) হত্যা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার দিনগত রাত ২:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুবক আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেন গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে ১০ ঘটিকার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলায় শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য ছাড়াও পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। তিনি শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

সেকশন