Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ নারী সন্তান প্রসব করলেন হাসপাতালে

টঙ্গিবাড়ী ও সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ নারী সন্তান প্রসব করলেন হাসপাতালে
হাসপাতালে চিকিৎসাধীন পিংকি আক্তার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে গোলাগুলিতে দুজন নিহতের ঘটনার পরদিন আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তার (১৯) আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সন্তানও প্রসব করেছেন। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত নারীর মা নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুজন নিহতের ঘটনার জেরে আজ সকালে কিবরিয়া পক্ষে আমার ছেলে রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন ব্যাপারী ও তার লোকজন। এ সময় গুলিতে আমার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আহত হয়। আজকে তাকে ডেলিভারির জন্য হাসপাতালে নেওয়ার কথা ছিল।’

পিংকি আক্তার বলেন, ‘আমার ভাইয়ের সাথে ওদের ঝগড়া। আজকে ওকে দৌড়ায়ে পেছন পেছন আসে শাহিন ও তার লোকজন। এ সময় আমাকে দরজার সামনে পেয়ে গুলি করে দেয়।’

গুলির অভিযোগ অস্বীকার করে জহির ইসলাম ওরফে কানা জহির বলেন, ‘কিবরিয়া মিজির কাছ থেকে বালু ব্যবসার টাকা এনে এলাকায় ভাগ-বাঁটোয়ারা করছিল পিংকির বাবা শাহজাহান সরকার। এ নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হলে নিজেরাই গুলির নাটক সাজিয়েছে।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক আজকের পত্রিকাকে বলেন, ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। এ কারণে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি মো. খলিলুর রহমান বলেন, ‘এ ঘটনায় পিংকির স্বামী মো. সম্রাট বাদী হয়ে কানা জহির ও তার ভাইসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে চেষ্টা চলছে। পিংকির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়। মা ও নবজাতক ভালো আছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে মুন্সিগঞ্জ-চাঁদপুর সীমান্তে বালু উত্তোলন নিয়ে কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের সংঘর্ষ হয়। এতে নিহত হন সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাষানচর এলাকার কামাল ফকিরের পুত্র রাসেল ফকির (৩৩) ও চাঁদপুরের মতলব থানার তুহিন (২৯)।

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের