পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। এরপরও আবার ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠান।
২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি বাতিল করার অনুরোধ জানানো হয়েছে নোটিশে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি গত ৮ মে স্থগিত করেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক। গত ৩ জুন হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগও। এরপরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুনরায় ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় এই নোটিশ পাঠানো হয়।