Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

রাজৈরে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরের রাজৈরে দুই বাসের সংঘর্ষে চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় ব্রিজ এলাকায় ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাস ও অপর দিক থেকে আসা বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ এসে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেছে। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক