Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মগবাজারের বাসা থেকে চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মগবাজারের বাসা থেকে চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে গত রাতে মগবাজার দিলু রোডের ৩৪৮/১ নম্বর বাড়ির পাঁচতলার একটি মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই মেসে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে ভাড়া থাকতেন। গতকাল সকালে তাঁর রুমমেটরা যে যার মতো কাজে চলে যান। রাতে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেকে ডাকাডাকির পরও সাো না পেয়ে থানায় খবর দেন। পরে সেখানে গিয়ে দরজা ভেঙে তাঁকে মৃত অবস্থায় দেখা যায়। এ সময় রুমের মধ্যে বিছানায় শায়িত অবস্থায় ছিলেন। 

তিনি আরও জানান, ওই চলচ্চিত্র পরিচালক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘুমের মধ্যেই অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

পরিচালক এম এ আউয়ালের রুমমেট দুলাল হোসেন জানান, রুমটিতে চারজন মিলে মেস করে থাকতেন। তাঁদের একজন রুমমেট বাড়ি গিয়েছেন। দুলালসহ অন্য রুমমেট সকালে যে যার মতো কাজে চলে যান। রাত সাড়ে ৯টার দিকে দুলাল হোসেন বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পান না। এরপর বাড়ির দারোয়ান ও মালিককে খবর দেন। তাঁরাও অনেক ডাকাডাকি করেন। পরে তাঁরা থানায় খবর দেন। 

তিনি জানান, আউয়ালের হার্টের সমস্যা ছিল। এ ছাড়া কিডনি জটিলতা ছিল দীর্ঘদিনের। চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় নিয়মিত ওষুধ সেবন করতেন। বিয়েশাদি করেননি আউয়াল। এছাড়া পরিবারের সাথেও তাঁর কোনো যোগাযোগ ছিল না।

প্রকল্প শেষ না হতেই পাইপ বদল, খরচ ১৫০ কোটি

মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন, ‘তাঁরা ভালো আছেন’

নারায়ণগঞ্জে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, হকারদের মানববন্ধন

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জাবি কর্মচারীর ভাইকে পুলিশে দিল প্রশাসন