হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

হামলায় আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে একে অন্যকে ‘হাইব্রিড’ বলায় বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন তিনজন।

শহরের চন্ডিবে এলাকায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, জসিম মিয়া ও রাতুল মিয়া।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে দেখা করতে গিয়ে দুপক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা একে অন্যকে ‘হাইব্রিড’ বলে সম্বোধন করলে সংঘর্ষ লেগে যায়।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘গ্রুপিং সব এলাকায় কমবেশি থাকে। তাঁদের সঙ্গে স্থানীয় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী ইন্ধন দিয়ে মো. শরীফুল আলমের ভাবমূর্তি নষ্ট করতে সংঘর্ষ বাধিয়েছে।’

যোগাযোগ করা হলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী আছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য