হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গাজীপুরে কলোনির ৫৭টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় একসঙ্গে একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করত।

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ মামুন আরও বলেন, এ সময় দুটি কলোনির ৫৭টি ঘরের মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুনের হাত থেকে আরও কয়েক শ বসতঘর রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩