Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক এমপির ছবি ছেঁড়ায় থানায় জিডি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক এমপির ছবি ছেঁড়ায় থানায় জিডি

মানিকগঞ্জের ঘিওরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সরিয়ে ফেলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘিওর থানায় এই জিডি করেছেন।

যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘দুইবারের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে হেয়প্রতিপন্ন করার জন্যই দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থেকে তাঁর ছবিটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিতে থানায় জিডি করেছি।’

জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সঙ্গে মানিকগঞ্জ-১ আসনের দুইবারের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ছবি সংবলিত একটি ব্যানার টানানো ছিল। ওই ব্যানারে অন্য সবার ছবি থাকলেও নাঈমুর রহমান দুর্জয়ের ছবি কেটে ফেলা হয়েছে। কে বা কারা কাজটি করেছে তা তদন্ত করে বের করতে হবে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ছবি ছেঁড়ার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্জয়ের ছবি সরিয়ে নেওয়া দলীয় কার্যালয়ের সাইনবোর্ড। ছবি: সংগৃহীতএ ব্যাপারে জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় আধুনিক পার্টি অফিস আমি নির্মাণ করেছি। সেই অফিসে টানানো আমার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা প্রতিহিংসার রাজনীতি ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ। বিষয়টি মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) ও ঘিওর থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।’

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন