Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে নাহিদুর রহমান (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে হাতিরঝিলের এক্সপাইড রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন ওই যুবকের মায়ের বরাতে জানান, নাহিদুর গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে আসে। কিন্তু আর বাসায় ফেরেনি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নাহিদুরের মা রিনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘নাহিদুর ছোট থাকতে ওর বাবার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। পরে একমাত্র ছেলেকে নিয়ে মধ্য বাড্ডা এলাকায় থাকি। পরে আমি বিয়ে করেছি এবং তার বাবাও বিয়ে করে পরিবার নিয়ে আমেরিকায় থাকে। নাহিদুর আমার সঙ্গেই ছিল। গত ছয় মাস আগে সে বিয়ে করে। কিন্তু গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এছাড়া লেখাপড়া শেষ করে কোনো চাকরি না করায় হতাশায় ভুগছিল আমার ছেলে। মাঝে মধ্যে চাকরি করা নিয়ে আমার সঙ্গে ঝগড়া হতো। গতকালও (মঙ্গলবার) ঝগড়া হয়, কিন্তু সে আমার ওপর অভিমান করে আত্মহত্যা করবে ভাবিনি।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন