হোম > সারা দেশ > ঢাকা

ভোটাধিকার নিয়ে এমন তামাশা-প্রহসন দেশে আগে দেখা যায়নি: সাইফুল হক

সাভার (ঢাকা) প্রতিনিধি

মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এ দেশে আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘১৯৭১ সালে আমরা ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ শহীদের শাহাদত বরণের মধ্য দিয়ে আমার বিজয় অর্জন করেছিলাম। আজকে ৫৩ বছর পরে মানুষের এই বিজয়কে বর্তমান সরকার এবং সরকারি দল পরাজয়ে পর্যবসিত করছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকের এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস যখন পালন হচ্ছে, তখন সরকার ’১৪ ও ’১৮ সালের মতো আরেকটা ভাগ-বাঁটোয়ারা ও নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। ইতিমধ্যে মানুষ নির্বাচনের এই অপতৎপরতাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে।’ 

নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘এই নির্বাচন সব বিরোধী রাজনৈতিক দলকে মাঠের বাইরে রেখে, সরকার ও তার মিত্রদের নিয়ে যে নির্বাচন করছে। এটিকে নির্বাচন হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ এটাকে বানরের পিঠা ভাগাভাগি, কেউ বলেছেন এটা ডামি নির্বাচন, কেউ এটাকে আওয়ামী লীগের কাউন্সিল বলে আখ্যায়িত করেছেন। মানুষের ভোটের অধিকার নিয়ে এমন তামাশা, এ রকম প্রহসন এর আগে দেশে দেখা যায়নি। মানুষ এটাকে প্রত্যাখ্যান ও বর্জন করেছে। রাজপথে বিরোধী দলগুলো ঐক্য তৈরি করেছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়